মালদা

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। 

জানা যায়, মৃত রোগীর নাম সাদ্দাম হোসেন। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের কুনওয়ার রহমতপুর এলাকায়। মঙ্গলবার বিকেলে রক্ত বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকরা একটি ইনজেকশন দিতেই কিছুক্ষণ পরেই ঐ রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এরপরই রোগীর আত্মীয়রা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ছুটে আসে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা এক রোগী জানান, এদিন সন্ধ্যে নাগাদ সাদ্দাম হোসেন হাসপাতালে ভর্তি হয়। তার পরিস্থিতি খারাপ ছিল। চিকিৎসক নার্স চেষ্টা করছিল। পরিবার পরিজন কান্না দেখে তিনি নিজে ভাত খেতে পারেননি। বেশ কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু হয়।

এই ঘটনায় রোগীর এক আত্মীয় মিঠুন আলী জানায়, এদিন তারা সন্ধ্যে নাগাদ হাসপাতালে আসেন। সেই সময় রোগীর পরিস্থিতি খুব খারাপ ছিল। কিন্তু সেই সময় দায়িত্বে থাকা এক মহিলা তাদের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন। সেই সময় আবার ডাক্তার ছিল না। যার কারণে সেই সময় এক মহিলা চিকিৎসক রোগীর চিকিৎসা করতে শুরু করে। যার কারণে রোগীর মৃত্যু হয় বলে তিনি দাবী করেন।